1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

বোয়ালখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বিভিন্ন বিহারে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠান ৩ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

বোয়ালখালীর কধূরখীল মারজিন বিহার মিলনায়তনে বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু রূবেল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোঃ এরশাদ উল্লাহ। প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের ফিল্ড সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফার উপস্থাপনায় ও শ্রীপুর আদি শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাস্থবির এর মঙ্গলাচরণের মাধ্যমে এতে আশির্বাদক ছিলেন- কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শীলপ্রিয় থের, বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারের অধ্যক্ষ মৈত্রী প্রিয় ভিক্ষু, জ্যৈষ্টপুরা শরণংকর বিহারের অধ্যক্ষ প্রজ্ঞারশ্মি ভিক্ষু।

এতে বিশেষ অতিথি ছিলেন- মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা, কারাপরিদর্শক মো: জাফর, উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলম, বিএনপির নেতা নুরুল করিম নুরু, বিএনপি নেতা আবুল হাসেম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া বিজয়, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের আহবায়ক সমীরন বড়ুয়া টিটু, নবনির্বাচিত কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া, ইউপি মেম্বার মোহাম্মদ হাসান চৌধুরী।

বক্তব্য রাখেন- বাবু এনটন বড়ুয়াসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দ। পরে প্রধান অতিথি বোয়ালখালীর ২৩ টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ করেন। এসময় এরশাদ উল্লাহ বলেন -সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সঠিকভাবে ধর্মীয় অনুশীলন মেনে চলতে হবে। নশ্চেৎ কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বিভিন্ন বিহারে চেক বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোঃ এরশাদ উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট