1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে শারীরিক নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী, আটক অভিযুক্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার এক শিশু শিক্ষার্থী।

শনিবার (৮মার্চ) সকালে সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হোসেন মানিককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির বাবা ও পরিবারের লোকজন জানান, সকালে ওই শিশু শিক্ষার্থী সহপাঠীদের সাথে স্কুলে প্রাইভেট পড়তে যায়। সহপাঠীদের ছুটি হয়ে গেলেও তাকে একান্তে ডেকে নেয় শিক্ষক। পরে সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সেই শিক্ষকের বিরুদ্ধে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি চিকিৎসক ডা. প্রান্ত রায় বলেন, আলামত সংগ্রহে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে; বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বিকালে ভূল্লী থানা পুলিশের একটি টিম অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

শিশুটির চিকিৎসার খোঁজখবর নিতে এসে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় তিনি বলেন, অন্যায়কারীকে কোনভাবেই প্রশয় দেয়া হবেনা, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট