1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

বিশ্বে স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে: ন্যাটো চিফ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশ্বে স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। মার্কিনিরা ছাড়া বিশ্বের কেউই এটা করতে সক্ষম নয় বলেও অভিমত তার।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের রাজধানী হেগেতে এই সামরিক জোটের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ন্যাটো প্রধান বলেন, শান্তি নিশ্চিতে যখনই প্রয়োজন যুক্তরাষ্ট্রকে তখনই পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বিশ্বের মোট ২৫ শতাংশ অর্থনীতির অংশীদার যুক্তরাষ্ট্র, এছাড়া তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। এছাড়া ইরানের ওপর মার্কিন হামলার প্রভাবের ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানান।

এই সম্মেলনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার কণ্ঠেও একই সুর শোনা যায়। তিনি ইরানে মার্কিন হামলাকে অত্যন্ত সফল বলেই দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট