1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

দিনাজপুর-রংপুর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী লিপি রানীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-রংপুর মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিপি রানী রায় (২১) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতেজংপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি রানী রায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী। তিনি একটি ইপিজেডে কর্মরত ছিলেন এবং প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বালুবাহী ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে এসে লিপি রানীকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তার কোমর থেকে পা পর্যন্ত মারাত্মকভাবে থেতলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই, রংপুরের তারাগঞ্জ এলাকায় পৌঁছানোর আগেই লিপি রানী মারা যান।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করেছে এবং চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

নিহতের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট