চট্টগ্রামের হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ রোডের পাশে সরকারি রেলিং কেটে জায়গা ভরাটের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জায়গাটিতে দ্রুত গতিতে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এ কর্মকাণ্ড চললেও প্রশাসন রয়েছে নীরব।
জানা গেছে, আরিফ নামে এক ব্যক্তির নেতৃত্বে ভরাট কাজ চলছে। ঘটনাস্থলে থাকা তার ম্যানেজার রায়হান বলেন, “এই জায়গা আমরা ভরাট করছি। প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক—সব ম্যানেজ করা আছে। কেউ কিছু করতে পারবে না।”
এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, জায়গা ভরাট করে পরিবেশ ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
গোপন সূত্রে আরও জানা যায়, এ কাজে প্রশ্রয় দিচ্ছেন কথিত বিএনপি নেতা তসলিম মাঝী ও নাসির। মুঠোফোনে তসলিমের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করি আমরা কিন্তু তিনি ফোন রিসিভ করনেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই অবৈধ ভরাটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহল জড়িত। তারা ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি সম্পত্তি সড়কের রেলিং কেটে জায়গাটি ভরাট করছে।”
অভিযুক্ত নাসির বলেন, “আমি নগর বিএনপি নেতা মোশাররফ হোসেন দীপ্তীর সাথে রাজনীতি করি। বিষয়টি সবাই জানে।”
এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে হালিশহর থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি ।
এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।