1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

৫৭ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক মুল্ডার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

১৯৬৮ সালে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং খেলেছিলেন ২৩৯ রানের ইনিংস। ৫৭ বছর ধরে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এটি ছিলো সর্বোচ্চ ইনিংস। সেই রেকর্ড এখন নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার।

রোববার (৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম দিনেই নতুন বিশ্বরেকর্ড গড়েন মুল্ডার। তিন নম্বরে নেমে ৫৩ বলে ঝড়ো ফিফটি তোলেন এই ব্যাটার। তবে এখানেই থামেননি মুল্ডার। ১১৬ বলে শতক, ১৬৭ বলে ১৫০ আর ২১৪ বলে ঝড়ো ডাবল সেঞ্চুরি পান অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেরতে নামা এই ক্রিকেটার।

দিনশেষে মুল্ডার অপরাজিত থাকেন ২৬৪ রানে। তাও আবার ২৫৯ বলে ৩৪ বাউন্ডারি আর তিন ছক্কা হারিয়ে, ১০১.৯৩ স্ট্রাইক রেটে। অধিনায়ক হিসেবে অভিষেকে এটি সর্বোচ্চ রানের স্কোর।

এদিকে, কেবলমাত্র প্রোটিয়া অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক বনে গেছেন মুল্ডার। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড। এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টেলর করেছিলেন ১০৯ রান।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটেরে ১৪৮ বছরের ইতিহাসে এ নিয়ে ৩৪ জন ক্রিকেটার অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি পেলেন। তবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৩ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট