সুমন সেন চট্টগ্রাম
‘চট্টগ্রামের সংবাদ জুরে আমরা ’, এই স্লোগানে অনলাইন সম্প্রচারে আসছে সংবাদ ও বিনোদন ভিত্তিক গণমাধ্যম ‘সিটিজি অনলাইন টিভি ’। দেশের প্রথম AI প্রযুক্তি সম্বলিত ‘ULTRA HD’ টেলিভিশন ‘সিটিজি অনলাইন টিভি’।
সোমবার সন্ধ্যায় সিটিজি অনলাইন টিভির আনুষ্ঠানিক উদ্বোদন করা হয়। এর মধ্য দিয়ে সম্প্রচার মাধ্যমে যুক্ত হচ্ছে নতুন মাইলফলক।
সিটিজি অনলাইন টিভি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোশশারাফ হোসেন জানিয়েছেন, এ গণমাধ্যম কথা বলবে গণমানুষের হয়ে, সমুন্নত রাখবে মুক্তিযুদ্ধের চেতনা। দেশ-বিদেশে উজ্জ্বল করবে দেশের ভাবমূতি। একই সঙ্গে দেশবাসীকে উপহার দেবে দায়িত্বশীল সাংবাদিকতা এবং সুস্থ্য বিনোদন।
সন্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সিটিজি অনলাইন টিভি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোশশারাফ হোসেন ।
এরপর লোগো উন্মোচন ও প্রমো প্রদর্শন শেষে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে সঞ্ঝালনায় ছিলেন সিটিজি অনলাইন টিভির নিউজ এডিটর মোহাম্মদ আসিফ।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সকল সাংবাদিক বৃন্দ।