1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

কিংবদন্তি শিল্পী বাবুল জলদাসের সানাই বাদনে মুগ্ধ চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে উপস্থিত দর্শক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

সুমন সেন চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত যন্ত্র সংগীত উৎসব ২০২৪ বাংলা লোকসংস্কৃতির বিভিন্ন সুরেলা যন্ত্রের শ্রুতি মধুর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্র সংগীত উৎসব ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর পুত্র শিল্পী বাবুল জলদাস এর সানাইয়ের সুরের মূর্ছনায় মুগ্ধ উপস্থিত দর্শক শ্রোতা। এসময় সহ শিল্পী হিসেবে হারমোনিয়াম বাদনে অংশগ্রহণ করেন শিল্পী বিধান দাস, ঢোল বাদনে ছিলেন ঢোলবাদক শিল্পী দোলন জলদাস, মন্দিরায় সহযোগিতা করেন আকাশ দাস প্রমূখ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সদস্য মোঃ আরিফুল ইসলাম ফরহাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

পৃষ্ঠপোষকতা ও চর্চার মাধ‌্যমে সংগীত যন্ত্রকে টিকিয়ে রাখা এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার লক্ষ‌্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব‌্যাপী এ আয়োজনের অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর সারা দেশে ৬ জেলায় একযোগে যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট